বাংলাদেশের বড় অংশ রবিবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস) বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় টেকনাফে।
এদিকে, আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি আজ (রবিবার) সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিম্নচাপ এলাকায় না যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে: আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে: আবহাওয়া অফিস